Script:

অল্পকথায়

‘নদী’ জীবনের মত বহমান, ‘নারীর’ মত নীরবে উদ্ভিন্ন।  সভ্যতার উদয় হতে  নদী মাতৃরূপে পূজিত হয়। তার সৃষ্টিজাত নির্মাণ, নির্ভরতার আবেশে ঋণী এই পার্থিব জগত। বহু জনপদের আজন্ম ইতিকথা বহমানিত তার অবিরাম ধারা-উপধারায়। জনপদের প্রকীর্ণ কলতানে যেমন নীরব তার অনিন্দ্যকীর্তন, তেমনই আছে বেদনার জগতও। তার গভীর খাতে  চিহ্নিত কত পারাপারের ইতিকথা যা বিস্মৃতির অতলতলে ডুকরে মরে। হারানো সেই দিনের নস্টালজিক পটভূমি, অক্ষরসজ্জায় মেলে ধরতে “…ও কেলেঘাই” এর পথচলা। ‘খেয়াঘাট’ দিয়ে যার শুরু…।  

সম্পাদক

ড. মৃণ্ময় মণ্ডল

কলমে

“অনুপ্রবন্ধ”

-শ্রী দেবাশিস কুইলা

“কল্পবোধ”

-বিষ্ণুপদ দাশ

-শুভদীপ চক্রবর্তী

-কৌস্তুভ শতপথী

-মৃণ্ময় মণ্ডল

-সুমন মল্লিক

“অনুগল্প”

-মনোতোষ আচার্য

Share the article

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.