Script:

বাংলায় বিশেষ নদীকেন্দ্রিক গবেষণা ও সাহিত্য চর্চার প্রথম ওয়েবসাইট-…ও কেলেঘাই ।

একটি নদীর নাম কেলেঘাই
   ইচ্ছে হয় হিজলের শেকড় ছুঁয়ে
স্পর্শ করি নাভিমূল তার
জন্মের স্বাদ পেতে ছুটে যাই বামনিগ্রামের সবুজ ছায়ায়
শুয়ে থাকি ঘাসের শয্যায়…
আবার মিলনে প্রাপ্তি ভেবে
হলদির উপকূলে শান্তির খোঁজ পাই
আজো সে সহজিয়া নারী
আমার নদী, তোমারও তো
 …ও কেলেঘাই ।

News & Updates


...ও কেলেঘাই ওয়েব-জার্নালের বিশেষ সংখ্যা "বর্ষা সংখ্যা" এর জন্য লেখা পাঠান।

“…ও কেলেঘাই” একটি ওয়েব জার্নাল । কেলেঘাই একটি নদীর নাম। যার বাঁকে বাঁকে ছড়িয়ে রয়েছে আঞ্চলিক ইতিহাসের সমৃদ্ধ উপাদান। এই জার্নালের প্রধান দুটি উদ্দেশ্যের মধ্যে প্রথমতঃ তীরবর্তী সমাজের জীবন জীবিকায় কেলেঘাই নদীর কতখানি অপরিহার্য ভূমিকা ছিল এবং আছে তার মৌলিক অন্বেষণ। তথ্যনির্ভর, বর্ণনামূলক ও ক্ষেত্রসমীক্ষণধর্মী গবেষণা সন্দর্ভ প্রকাশ।

দ্বিতীয়তঃ সাহিত্যের বিচিত্র শাখা প্রশাখার কল্পলোকে কেলেঘাই নদীকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া।

গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের নির্দিষ্ট কোনো সময়সূচি নেই । সারা বছর জুড়ে তা চলতে থাকবে। তবে বিষয়নির্ভর বিশেষ সংখ্যাগুলি প্রকাশিত হবে সময়সূচি মেনে। বছরে তিনটি বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। সম্ভাব্য প্রকাশকাল বর্ষা,পূজা ও বসন্ত।

এক বা একাধিক লেখক সহযোগে গবেষণামূলক প্রবন্ধ লিখতে পারেন ইংরেজি অথবা বাংলা ভাষায়।তবে বিশেষ সংখ্যাগুলি বাংলা ভাষায় প্রকাশিত হবে। ছড়া,কবিতা, অনুগল্প, ছোটোগল্প, প্রবন্ধ ও নিবন্ধ  মৌলিক ও বিষয়কেন্দ্রিক হওয়া বাঞ্ছনীয়। লেখা Microsoft Word doc. Format, 12 front এ লিখে পাঠাতে হবে । লেখা পাঠাবেন কেবলমাত্র ইমেল মারফত।

Email: o.keleghai@gmail.com

আপনার লেখা পাঠানোর দুসপ্তাহ পরে লেখাটির গ্রহণযোগ্যতা যাচাই করে সেই সম্পর্কিত তথ্য আপনার মেলে পাঠানো হবে

Editorial Board:

Chief-editor : Dr.Mrinmay Mandal
সম্পাদক: ড. মৃন্ময় মণ্ডল

Advisor: Manotosh Acharyya
উপদেষ্টা: মনোতোষ আচার্য

Reviewer: Bisnupada Dash
পর্যালোচক: বিষ্ণুপদ দাশ

Publishing Editor: Kousik Roy
প্রকাশনা সম্পাদক: কৌশিক রায়
Publisher: …ও কেলেঘাই
www.keleghai.in

Contact:

ড. মৃন্ময় মণ্ডল (Editor)

পটাশপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৪৫৪
ইমেল: o.keleghai@gmail.com
দূরভাষ: +91 96417 83534